Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছেলের উপর রেগে পোষা কুকুরকে সম্পত্তি লিখে দিলেন বাবা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২১, ০২:০৭ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০২১, ০২:০৭ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


ওয়ারিশ সূত্রে বাবা-মা’র সম্পত্তির মালিক হন সন্তানরা। ক্ষেত্র বিশেষে কিছু ব্যতিক্রম হয়। কিন্তু কখনো কারো পোষা কুকুর সম্পত্তির মালিক হয় এমন ঘটনা শুনলে যে কারো চোখই কপালে উঠে যাবে। কিন্তু অকল্পনীয় হলেও এমনটাই ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।

জানা যায়, বাড়িওয়ারা গ্রামের বাসিন্দা নারায়ণ ভার্মা তার সম্পত্তির অর্ধেক কুকুর এবং বাকি অর্ধেক স্ত্রীকে দান করেছেন। কিন্তু কি এমন ঘটেছে যার জন্য এমন কাণ্ড!

মূলত ছেলের ওপর ভীষণ বিরক্ত ছিলেন কৃষক নারায়ণ ভার্মা। প্রায় দিনই নানা কারণে তাদের বাকবিতণ্ডা হতো। সম্প্রতি তিনি এতটাই চটেছেন যে, পালিত কুকুর জ্যাকির নামে নিজের সম্পত্তির অর্ধেক দান করে দিয়েছেন।

এ বিষয়ে তিনি একটি উইলও করেছেন। সম্পত্তি দানের বিষয়টি উল্লেখ করে তিনি জানিয়েছেন, একমাত্র স্ত্রী চম্পা বাঈ ও কুকুর জ্যাকি ছাড়া কেউই তার দেখভাল করে না। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া তার মৃত্যুর পর কুকুরটিকে যিনি দেখভাল করবেন তার অংশের সম্পত্তিও তিনি ভোগ করবেন।

প্রসঙ্গত, ব্যক্তি জীবনে নারায়ণ ভার্মা দুটি বিয়ে করেছেন। প্রথম পক্ষে তার তিন মেয়ে ও এক ছেলে। দ্বিতীয় দাম্পত্য জীবনে তার এক ছেলে, তবে কোনো মেয়ে নেই।

Bootstrap Image Preview