Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উত্তরখানে ১২ ফুট লম্বা গাঁজা গাছসহ যুবক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২১, ০৫:১৫ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০২১, ০৫:১৫ PM

bdmorning Image Preview


রাজধানীর উত্তরখান এলাকা থেকে আনুমানিক ১২ ফুট লম্বা একটি গাঁজা গাছসহ সজীব ভূঁইয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি গাঁজা চাষ করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

রবিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টা দিকে উত্তরখান বাতুরিয়া এলাকায় সজীবের নিজ বাসায় অভিযান চালিয়ে প্রায় ১২ ফুট লম্বা একটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

এ ব্যাপারে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ গণমাধ্যমকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে উত্তরখান বাতুরিয়া এলাকায় সজীবের নিজ বাড়িতে অভিযান চালিয়ে এই গাঁজা গাছসহ সজীবকে আটক করা হয়।'

তিনি আরো জানান, সজীব নিজেই তার বাসায় গাঁজা চাষ করার পাশাপাশি গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

Bootstrap Image Preview