Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মৃত্যুর ৭ দিন পর শুটিংয়ের জন্য আশাকে খুঁজছেন নির্মাতা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২১, ০৪:১৮ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২১, ০৪:১৮ PM

bdmorning Image Preview


গত ৪ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অভিনেত্রী আশা। তার মৃত্যুতে মিডিয়া পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। এরমধ্যেই আশার মৃত্যুর সাতদিন পর এক নির্মাতা শুটিংয়ের জন্য আশার খোঁজ করছেন। শিডিউল অনুযায়ী চট্টগ্রামে পাঁচদিন শুটিং করার কথা ছিল আশার। তাকে না পেয়ে তার মায়ের নাম্বারে ফোন করেন ওই নির্মাতা।

বেশ কিছুদিন ধরেই আশাকে ফোনে পাচ্ছিলেন না নির্মাতা শাহিন রহমান। নম্বর সংগ্রহ করে ফোন করেন আশার মাকে। আশাকে চাইলে কিছু সময়ের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েন আশার মা পারভিন আক্তার। পরে আশার মৃত্যুর খবর শুনে দুঃখ প্রকাশ করেন নির্মাতা।

মেয়েটা বেঁচে থাকলে শুটিং করতে পারত উল্লেখ করে আশার মা ১৩ জানুয়ারি (বুধবার) গণমাধ্যমকে বলেন, আমার মেয়ে মারা গেছে সেটা পরিচালক জানতেন না। আশা মারা গেছেন কিন্তু এটা যে বিটিভির আশা সেটা তিনি বুঝতে পারেননি। তিনদিন আগে উনি ফোন করেছিলেন। আমি অবাক হয়ে গেছি তার কথা শুনে।

কান্নাজড়িত কণ্ঠে আশার মা আরো বলেন, আমি আমার মেয়ের খুনির বিচার চাই।

নির্মাতা শাহিন রহমান জানান, ১৫ থেকে ২০ জানুয়ারি চট্টগ্রাম ও কক্সবাজারে চিত্রায়ণে অংশ নেয়ার কথা ছিল আশার। কল টাইম, চিত্রনাট্য ও শুটিং ড্রেস নিয়ে কথা বলার জন্যই আশার নম্বরে ফোন করেছিলেন তিনি।

Bootstrap Image Preview