Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দাদি হারালেন সাকিব আল হাসান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২১, ১২:৪০ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০২১, ১২:৪০ PM

bdmorning Image Preview


বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮৭ বছর।

বুধবার রাত ১০টার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে মারা যান তিনি। আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেন ও হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি। মঙ্গলবার সেখান থেকে মাগুরায় নেয়া হয়েছিল তাকে। সাকিবের বাবা মাশরুর রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

গেল ডিসেম্বরে মাগুরায় মারা যান সাকিবের ফুফা ওমর আলী (৬৬)। এরপর যুক্তরাষ্ট্রে মৃত্যু হয় শ্বশুর মমতাজ আহমেদের। এক মাসের ব্যবধানে মারা গেলেন দাদি।

জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল রেবেকা নাহারের অন্যতম নাতি। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলটায় ভুগছিলেন তার নানী।

Bootstrap Image Preview