Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ মাদরাসার হুজুর, আইনের আশ্রয়ে ভুক্তভোগী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২১, ০২:১০ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২১, ০২:১০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বগুড়ার নন্দীগ্রামের সদর ইউনিয়নের হাটলাল গ্রামে মাদ্রাসার হুজুর কর্তৃক ছাত্রী (১৩) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮টার দিকে হাটলাল আহসান আলী ফোরকানিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

রবিবার (১৭ জানুয়ারি) বেলা ১২টায় ছাত্রীর নানা আইয়ুব আলী মাদ্রাসার হুজুর হাটলাল গ্রামের আব্দুল আলী ছেলে আবুল কালামের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, ওই ছাত্রী প্রতিদিন সকালে মাদ্রাসায় হুজুরের কাছে পড়তে যায়। ঘটনার দিন হুজুর আবুল কালাম ওই ছাত্রীকে বিভিন্ন কুপ্রস্তাব দেয় ও অশোভন আচরণ করে। পরে সে বাড়িতে গিয়ে তার নানী সেলিনা বেওয়াকে বলেন। তাৎক্ষনিক ব্যাপারটি নানী সেলিনা ওরুফে (জোসনা) বেওয়া মাদ্রাসা কমিটিকে অবহিত করেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয়।

নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview