Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টানা ৩ বার বিজয়ী হয়ে রেকর্ড করলেন তারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২১, ০৩:৫০ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২১, ০৩:৫০ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


ছাতক পৌরসভায় হ্যাট্রিক বিজয় অর্জন করেছেন লিয়াকত আলী ও জসিম উদ্দিন সুমেন।

৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে লিয়াকত আলী টানা ৩ বার বিজয়ী হয়ে হ্যাট্রিক বিজয় লাভ করেন। এর আগে তিনি ২০১১ ও ২০১৫ সালের পৌর নির্বাচনে তিনি টানা বিজয় লাভ করেন।

গত ১৬ জানুয়ারির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ৫ জন প্রার্থীকে পরাজিত করে পানির বোতল প্রতীকে তিনি ৯৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাসেল মিয়া পেয়েছেন ৫৯০ ভোট।

অপরদিকে অত্যন্ত জনপ্রিয় বর্তমান কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে আবারো বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ২ জন প্রার্থীকে টপকে পাঞ্জাবী প্রতীকে ১ হাজার ৮৬৯ ভোট পেয়ে তিনি টানা ৩য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব মিয়া পেয়েছেন ১ হাজার ১৩২ ভোট।

Bootstrap Image Preview