Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারত থেকে ‘উপহার’ হিসেবে ২০ লাখ করোনার ভ্যাকসিন আসছে বুধবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২১, ০৯:৪৮ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২১, ০৯:৪৮ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ভারত থেকে ‘উপহার’ হিসেবে ২০ লাখ করোনাভাইরাসের প্রতিষেধক টিকা আসছে আগামী বুধবার। 

সোমবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উর্দ্ধতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার করোনাভাইরাসের টিকা মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক ২০ লাখ টিকা বুধবার দেশে এসে পৌঁছাবে।’

এর আগে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ভারত থেকে উপহার হিসেবে আরও কিছু টিকা আসবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ‘ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে টিকা উপহার দেয়ার ব্যাপারে চিঠি দিয়েছে। চিঠিতে অক্সফোর্ড–অ্যাস্ট্রোজেনেকার ২০ লাখ টিকা দেয়ার কথা বলা হয়েছে। ২০ জানুয়ারি এই টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।’

Bootstrap Image Preview