Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে লকডাউন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২১, ১১:২৪ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২১, ১১:২৪ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ডেস্ক-

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেবেন ২০ জানুয়ারি। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলেতে নিরাপত্তার হুমকি’ থাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার মাত্র দুদিন আগে নিরাপত্তার হুমকির অজুহাতে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। সূত্র- বিবিসির

সোমবার (১৮ জানুয়ারি) এ লকডাউন ঘোষণা করা হয়।

এর আগে ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালালে এতে ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনা ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন।

শপথ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর হাজারো সদস্যকে।

ক্যাপিটলের কর্মীদের কাছে প্রচারিত একটি সতর্ক বার্তায় জানানো হয়েছে যে, ক্যাপিটল হিল লকডাউন করা হয়েছে। এখানে কেউ ঢুকতেও পারবে না এবং এখান থেকে কেউ বেরও হতে পারবে না।

এদিকে বুধবার (২০ জানুয়ারি) শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যেন দেশজুড়ে কোনো সহিংসতা হতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Bootstrap Image Preview