Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অভিনব কায়দায় ২৫ দিন বয়সী শিশু চুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২১, ০৬:০৬ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০২১, ০৬:০৬ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে অভিনব কায়দায় ২৫ দিন বয়সের তাসিন নামের একটি শিশু সন্তান চুরি হয়েছে। আজ বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলের সামনে থেকে শিশুটিকে কোলে নিয়ে পালিয়ে যায় এক মহিলা চোর। তাসিন শার্শা উপজেলাধীন রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

তাসিনের দাদি জানান, তাসিন পেটে থাকতে এক মহিলা তাদের বাড়ি এসে এনজিওর কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে তাদেরকে মাতৃত্বকালীন ভাতার টাকা দেয়ার প্রলোভন দেখায়। এরপর আরো একদিন সে আসে এবং সর্বশেষ বুধবার সকালে সে তাসিনদের বাড়িতে টাকা দেয়ার কথা বলে তাসিনের দাদা জোহর আলী ও মা জান্নাতুলকে সাথে নিয়ে বাগআঁচড়ায় আসে। এরপর তাদেরকে বাগআঁচড়া শংকরপুর রোডে রিফাত হোটেলে খাওয়াতে নিয়ে যায়। শিশুটিকে কোলে নিয়ে মহিলাটি জান্নাতুলকে হাত ধোয়ার জন্য পাঠায়। জান্নাতুল হাত ধোয়ার জন্য গেলে মহিলাটি শিশুটিকে নিয়ে কৌশলে পালিয়ে যায়।

ভ্যানচালক হাকিম বলেন, মহিলাটি কলারোয়া উপজেলার গয়ড়া বাজার থেকে তাকে ভাড়া করে। প্রথমে তাকে রুদ্রপুর গ্রামের জোহর আলীর বাড়িতে নিয়ে আসে। এরপর এদের নিয়ে সে বাগআঁচড়া বাজারে আসে। তবে সে মহিলাটিকে চেনেনা। তার গায়ে কফি কালারের বোরখা ও পেষ্ট কালারের হিজাব ও লাল কালারের ওড়না ছিলো।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, ঘটনা আমি শুনেছি বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির কোনো হদিস মেলেনি।

Bootstrap Image Preview