Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিজ বাসায় সাংবাদিকের রহস্যজনক মৃত্যু!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২১, ১২:৩৮ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২১, ১২:৩৮ PM

bdmorning Image Preview


কুষ্টিয়ায় ভাড়া বাসায় রাশিদুল ইসলাম নামের দৈনিক আজকের সূত্রপাত পত্রিকার এক সাংবাদিকদের রহস্যজনক মৃত্যু হয়েছে।

জানা গেছে, কুষ্টিয়া চৌড়হাস বাস টার্মিনাল এর সন্মুখস্থ স্থানে তিনতলা বিশিষ্ট একটি ভবনে ভাড়া থাকতেন সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ।

বাড়ির মালিক জানান, ২১ শে জানুয়ারি সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসায় প্রবেশ করে। পরের দিন (২২ জানুয়ারি) সকাল ১০ টার দিকে সাংবাদিক রাশিদুল ইসলাম এর রুমটি ভেতর থেকে বন্ধ থাকায় বাড়ির মালিকেরা অনেক ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় দরজা ধাক্কাধাক্কি করে। এতেও কোনো সাড়া না পেয়ে অবশেষে বাড়ির মালিক কুষ্টিয়া মডেল থানায় ফোন দেয়।

অতঃপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে রুমটির স্টীলের দরজা ইলেকট্রিক গেন্ডিং মেশিন দিয়ে কেটে রুমের ভিতরে প্রবেশ করেন। এ সময় সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

কক্ষটির ভিতরে প্রবেশ করে তারা দেখতে পায় সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ নিজ খাটের উপর শুয়ে আছে। এ ঘুম আর ভাঙার ঘুম নয়। কিন্তু তার মৃত্যু কিভাবে হয়েছে এ বিষয়টি এখনও জানা যায়নি। এ মৃত্যু যেন এক রহস্যময় মৃত্যু।

Bootstrap Image Preview