Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জামে মসজিদের মিনার ভেঙ্গে দিল জমিদাতার সন্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২১, ০৪:৩২ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২১, ০৪:৩২ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ডুগডুগি বাজারে পিতার জামে মসজিদ ভেঙ্গে দিল সন্তান। বাজার সংলগ্ন জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয় ২০১১ সালে। মসজিদের সভাপতি ডাঃ মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া সহ ১০ সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে।

মধুহাটি ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের কলিমুদ্দিন নামক ব্যাক্তি উক্ত মসজিদের নামে ৪ শতক জমি দান করেন। মসজিদের সুবিধার্থে জমি দাতা কলিমুদ্দিনের দানকৃত ৪ শতক সম্পত্তির বাইরে অতিরিক্ত ০.১১ শতাংশ জমির উপর মিনার নির্মাণ কার্যক্রম চলছে। সেই ০.১১ শতাংশ জমিতে মিনার তৈরীর বিষয়ে জমির মালিক কলিমুদ্দিনের কোন আপত্তি নাই বরং তাহার পূর্ণ সম্মতি রয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে জমির মালিক কালিমুদ্দিনের ছেলে রাজমিস্ত্রী আবুল মোল্ল্যা ওরফে মফিজ (৪০), ০.১১ শতাংশ জমির উপর মিনার তৈরীর কার্যক্রমে বাধা প্রদান করে ও আপত্তি জানায়। রাত ৯ টার দিকে দিকে সে মসজিদের নির্মাণাধীন মিনারটি ভেঙ্গে ফেলে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে শুক্রবার ধর্মপ্রাণ মুসলমানেরা জুম্মার নামাজ পড়তে এসে মিনার ভাঙ্গা দেখে মফিজের উপর ক্ষিপ্ত ও চড়াও হয়। পরবর্তীতে মফিজ এলাকাবাসীর মারপিট খেয়ে পালিয়ে যায়।

Bootstrap Image Preview