Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কিশোরী প্রেমিকার গর্ভে সন্তান, মুখ ফিরিয়ে নিলেন প্রেমিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২১, ১২:২৮ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০২১, ১২:২৮ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


কিশোরী প্রেমিকার গর্ভের সন্তান। কিন্তু সেই সন্তানের দায় নিচ্ছেন না প্রেমিক জিল্লুর রহমান। প্রেমিকার পরিবারের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করতে গিয়ে উল্টো আটক হয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুরে। আটক জিল্লুর রহমান ওই উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর পশ্চিমপাড়ার আক্কাস আলীর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, এক বছর আগে প্রতিবেশী ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জিল্লুর। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন তিনি। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তার প্রেমিকা। এরপরই পিঠ ফিরিয়ে দেন জিল্লুর। ওই কিশোরীর গর্ভের সন্তানের বাবা হতে নারাজ তিনি। এমনকি ভুক্তভোগীর পরিবারকে হুমকিও দেন জিল্লুরের বাবা আক্কাস। এদিকে স্বামীর স্বীকৃতি চেয়ে বারবার জিল্লুর কাছে যাচ্ছেন তার অন্তঃসত্ত্বা প্রেমিকা।

ভুক্তভোগী কিশোরী বলেন, আমার সন্তানের বাবা হতে চায় না জিল্লুর। স্থানীয়ভাবে বিয়ের শর্তে মীমাংসা হলেও পরবর্তীতে সে মুখ ফিরিয়ে নেয়। এরপর দায় এড়াতে আমার পরিবারের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করতে গিয়ে আটক হয়। আমি আইনি ঝামেলায় জড়াতে চাই না। আমার সন্তানের স্বীকৃতি চাই।

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, অভিযুক্ত জিল্লুর রহমানকে আটক করে রাখা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে ডেকে পাঠানো হয়েছে। সে এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview