Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লটারিতে সাড়ে আট হাজার কোটি টাকা বিজয়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে না!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২১, ০২:৫৫ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০২১, ০২:৫৫ PM

bdmorning Image Preview


মেগামিলিয়নস লটারি কিনে এক বিলিয়ন ডলার জিতেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের এক ভাগ্যবান ব্যক্তি। বাংলাদেশি টাকায় যার মূল্যমান প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। এই টিকিট বিক্রি হয়েছিল মিশিগানের একটি গ্রোসারি দোকান থেকে।

জানা যায়, মেগামিলিয়নসের ইতিহাসে এটি দ্বিতীয় মূল্যবান লটারি জয়ের ঘটনা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ লটারি জয়।

গত শনিবার এক বিবৃতিতে মেগামিলিয়নস কর্তৃপক্ষ পুরস্কার ঘোষণা করলেও বিজয়ীর নাম এখনো প্রকাশ করেনি। লটারির বিজয়ী নাম্বারটি হচ্ছে ৪-২৬-৪২-৫০-৬০। বলা যায়, বিজয়ীকে এখনো খুঁজে পাওয়া যায়নি। শুধু জানা গেছে, ওই লটারির টিকিটটি বিক্রি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওকল্যান্ড কাউন্টির শহর নোভির গ্রোসারি শপ থেকে।

বিবৃতিতে বলা হয়, বিজয়ী ওই ভাগ্যবান একবারে পুরো অর্থ নিতে পারেন আবার ২৯ কিস্তিতে ভাগ করেও নিতে পারেন। তবে এ অর্থের ওপর তাকে সরকারকে বড় অঙ্কের করও দিতে হবে। লটারির নিয়ম অনুযায়ী, অর্থ গ্রহণের ক্ষেত্রে বিজয়ীর পরিচয় প্রকাশ করার কথা রয়েছে।

Bootstrap Image Preview