Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২১, ০৫:২১ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২১, ০৫:২১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চুয়াডাঙ্গা সদর উপ‌জেলার দশমাইলে ট্রাকের ধাক্কায় আরজান আলী ( ৩৫ ) না‌মে এক ব্যক্তি মারা ‌গে‌ছে। তিনি পেশায় গুড় ব্যবসায়ী।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দি‌কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে , চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা গ্রামের মৃত রহমান আলীর ছেলে ব্যবসায়ী আরজান আলী গ্রামে গ্রামে ফে‌রি ক‌রে গুড় বিক্রি করেন । গত বুধবার ভোরে গুড় নিয়ে ব্যবসার উদ্দেশে দশমাইল বাজার হয়ে ঝিনাইদহ সদরের বাড়োই গ্রামে যাচ্ছিলেন।

এ সময় দশমাইল বাজার ছাড়িয়ে বাড়োই অভিমুখে যাবার পথে সাধুহাটি কাউন্সিলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ‌তে সে গুরুত‌র আহত হয়। স্থানীয়রা তা‌কে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথ‌মিক চি‌কিৎসা‌ দি‌য়ে তাকে রাজশাহী মে‌ডি‌কে‌লে রেফার্ড করেন। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান।

Bootstrap Image Preview