Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবৈধভাবে ভারতে প্রবেশকালে শিশুসহ ৭ বাংলাদেশী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২১, ০৭:২৬ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২১, ০৭:২৬ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাংগা পশ্চিমপাড়া জামে মসজিদের উত্তর পার্শ্বে ইটের সলিং করা রাস্তার উপর হতে বাংলাদেশী নাগরিক ০৭ জনকে (পুরুষ- ০৪ জন, নারী- ০১ জন এবং শিশু- ০২ জন) আটক করা হয়েছে।

তাদের মধ্যে  (এক) অলি উল্লাহ (৩০), পিতা- ফরিদুল আলম, (দুই) মাবিয়া খাতুন (২৫), স্বামী- অলি উল্লাহ, (তিন) মোছাঃ মোশারাফা (০৬), পিতা- অলি উল্লাহ, (চার) মোছাঃ হুনাইসা বিবি (০৩), পিতা- অলি উল্লাহ, সকলের গ্রাম- মনিরঝিল পূর্বপাড়া, পোঃ কাউয়ারখোপ, থানা- রামু, জেলা- কক্সবাজার, (পাঁচ) তুহিন তালুকদার (১৮), পিতা- মৃত বাসুদেব তালুকদার, (ছয়) আকাশ তালুকদার, পিতা- মৃত বাসুদেব তালুকদার, উভয়ের গ্রাম- লখন্ডা, পোঃ ভাংগারহাট, থানা- কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ, (সাত) সবুজ বৈদ্য (১৯), পিতা- হরেন বৈদ্য, গ্রাম- হিজলারবাড়ী, পোঃ কদমবাড়ী, থানা- রাজৈর, জেলা- মাদরীপুরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।

আটককৃত আসামীদেরকে অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে পারাপারে সহায়তা করার অপরাধে (এক) মোঃ আসাদুল খলিফা (৩৫), পিতা- মৃত দিদার খলিফা, (দুই) হাফিজুর মন্ডল (৪৬), পিতা- মৃত আফিল উদ্দীন মন্ডল, উভয়ের গ্রাম- বাঘাডাংগা, (তিন) গোলাম হোসেন (৩০), পিতা- বাবর আলী হোসেন, গ্রাম- সলেমানপুর, সকলের পোঃ নেপা, থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ০২টি মোটরসাইকেলসহ আটক করে একই থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

Bootstrap Image Preview