Bootstrap Image Preview
ঢাকা, ১৮ সোমবার, আগষ্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে ডিজি লেভেলের বৈঠক হবেঃ পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২১, ০২:২৭ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২১, ০২:২৭ PM

bdmorning Image Preview


আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে ডিজি লেভেলের বৈঠক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ (৩১ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। আমাদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব দেয়া হয়েছে। সেখানে তারা বলেছে, তারা কিছু রোহিঙ্গা ফেরত নেবে। এরই মধ্যে আমরা তাদের আট লাখেরও বেশি রোহিঙ্গার একটা তালিকা দিয়েছি। তারা মাত্র ৪২ হাজার ভেরিফাই করেছে। ডিজি লেভেলের বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমরা চাই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হোক।

Bootstrap Image Preview