Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হোটেলের টয়লেটে অভিনেত্রীকে যৌন হয়রানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৪২ AM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৪২ AM

bdmorning Image Preview


ভারতের দক্ষিণ মুম্বইয়ে বিলাসবহুল হোটেলের টয়লেটে ওয়েব সিরিজের অভিনেত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে হোটেলের কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম দিলেশ্বর মহন্ত। তবে তাকে এখনো গ্রেপ্তার করতে পারে নি পুলিশ।

পুলিশ জানায়, পাঁচতারা হোটেলে ওয়েব সিরিজের শুটিং করতেই গিয়েছিলেন ওই অভিনেত্রী। তার অভিযোগ, শুটিং শেষ করে তিনি টয়লেটে গিয়েছিলেন। সেখানে পোশাক পরিবর্তন করছিলেন। কিন্তু আগে থেকেই ভিতরে লুকিয়ে ছিল দিলেশ্বর। হঠাৎ পেছন থেকে এসে জাপটে ধরে অভিনেত্রীকে। তিনি যাতে চিৎকার করতে না পারেন, সেই কারণে হাত দিয়ে মুখ চেপে ধরেন।

পরে, কোনরকম নিজেকে ছাড়িয়ে টয়লেটের বাইরে চলে আসেন তিনি। চিৎকার করে শুটিংয়ের ক্রু মেম্বারদের ডাকতে থাকেন। অভিনেত্রীর চিৎকার শুনে শুটিংয়ের ক্রু মেম্বারদের পাশাপাশি হোটেলের বাকি কর্মীরাও ছুটে আসেন। 

অভিযোগ, তখনও আক্রমণাত্মক মেজাজে ছিলেন দিলেশ্বর। কয়েকজন হোটেলকর্মী জোর করে তাকে ধরে রাখেন। পরে তিনি পালিয়ে যান। ঘটনার পরই এনএম জোশী মার্গ থানায় গিয়ে যৌন হয়রানিসহ আরো একাধিক ধারায় মামলা করেন অভিনেত্রী। 

সূত্র: সংবাদ প্রতিদিন।

Bootstrap Image Preview