Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নারীদের মন জটিল হওয়ায় পুতুল বিয়ে করলেন এই যুবক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫২ AM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫২ AM

bdmorning Image Preview


নারীদের মন বেশি জটিল মনে হয়েছে তার। নারীদের তুলনায় পুতুলের সঙ্গে মেশা বেশি সহজ মনে হয়েছে তার। সে কারণে পুতুলের প্রতিই বেশি আকর্ষণ বোধ করেন। জীবন সঙ্গী হিসেবেও রক্তে মাংসে গড়া মানুষের বদলে সেক্স ডল বা আবেদনময়ী পুতুল  বেছে নিলেন হংকংয়ের ৩৬ বছরের এক ব্যক্তি। 

জানা গেছে, ওই ব্যক্তির নাম জাই তিয়াংরং। এক বছর আগে কেনা ‘মোচি’ নামক পুতুলকে সম্প্রতি বিয়ে করেছেন তিনি।

ওই যুবকের ঘরে মা-বাবা রয়েছেন। তারা তার সঙ্গেই থাকেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতে ওই পুতুলকে বিয়ে করেছেন তিয়াংরং। পুতুলটির জন্য মোবাইলসহ বেশ কিছু উপহারও কিনেছেন তিনি।

ওই যুবক জানিয়েছেন, ত্বক নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় স্ত্রীকে এখন পর্যন্ত চুম্বন পর্যন্ত করেননি। জানা গেছে, ২০১৯ সালে ১০ হাজার ইউয়ান দিয়ে পুতুলটি কিনেছে তিনি।

সূত্র: ইন্ডিয়া টুডে

Bootstrap Image Preview