Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অর্থ আত্মসাতের অভিযোগে সানি লিওনের বিরুদ্ধে মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৪৮ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৪৮ PM

bdmorning Image Preview


বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। দু’টি অনুষ্ঠানের জন্য ২৯ লাখ রুপি নিয়েও সেখানে যাননি তিনি।

কোচি পুলিশের কাছে সানি লিওনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করেছেন কেরল নিবাসী আর শিয়াস। গত শনিবার (৬ ফেব্রুয়ারি) কোচি পুলিশ সানি লিওনের বয়ান রেকর্ড করেছেন। তবে সানি লিওন কি বলেছেন তা জানানো হয়নি।

কোচির অপরাধ দমন শাখার সূত্র মারফত খবর, তিরুবনন্তপুরমে ‘স্প্লিটসভিলা’ রিয়্যালিটি শোয়ের শুটিং করছেন সানি লিওন। সেখানেই দেখা করতে যান অপরাধ দমন শাখার একটি দল। সেখানে তার বয়ান রেকর্ড করা হয়।

এদিকে প্রথমে রাজ্য পুলিশের সাধারণ শাখায় অভিযোগ দায়ের করেন আর শিয়াস। পরে তা পাঠিয়ে দেওয়া হয় অপরাধ দমন শাখার কাছে। তার অভিযোগপত্রে লেখা হয়েছিল, সানি লিওন ২৯ লাখ রুপি নিয়ে ফেরত দেননি। আর যে দু’টি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, তাতে উপস্থিতও হননি।

Bootstrap Image Preview