Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় স্ত্রীর হাতে তৃতীয় স্বামী খুন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:৩৮ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:৩৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


প্রথম স্ত্রী ঘরে থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেন দিনমজুর আলেক মিয়া (৫০)। সেই বিয়েই কাল হলো তার জীবনে। গেলো শনিবার (৬ ফেব্রুয়ারি) নিজ ঘর থেকে আলেক মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আলেক মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯নং পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও (আমিনপুর) গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর থেকে তার দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দিনমজুর আলেক মিয়া তিন মাস আগে রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না (টেকুয়া) গ্রামের মৃত আরমান মিয়ার স্বামী পরিত্যক্তা মেয়ে রেনু বেগমকে (৩০) দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর প্রথম স্ত্রী ও সন্তানদের সংসারে আলাদা একটি ঘরে নব-বিবাহিত স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে নিজ শয়নকক্ষে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুমাতে যান তিনি। পরদিন সকালে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় তার স্ত্রী ঘরে ছিলেন না।

নিহত আলেক মিয়ার মাথায় আঘাত ও রক্তের দাগ দেখা যায়। মাথার পাশে একটি রক্তাক্ত কাঠের টুকরো পড়ে ছিল। বিষয়টি তাঁর সন্তানরা থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আরমান মিয়ার দ্বিতীয় স্ত্রী রেনু বেগমের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, গত ১০ বছর ধরে রেনু বেগমের সঙ্গে তাদের যোগাযোগ নেই। সে মানসিক ভাবে অসুস্থ। ইতিমধ্যে তার দুই বিয়ে হয়েছিল। প্রথম স্বামীর এক ছেলে শিশুকে গলাটিপে হত্যার কথাও জানা যায়।

জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মুসলেহ উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন ও তার স্ত্রীকে খুঁজতে অভিযান চালিয়ে যাচ্ছে।

Bootstrap Image Preview