Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৯৯৯ কল: মধ্যরাতে ঢাবি ছাত্রীর জন্য ইনহেলার নিয়ে হাজির পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০২১, ১১:০৯ AM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২১, ১১:০৯ AM

bdmorning Image Preview


গভীর রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর শ্বাসকষ্টের উপশম এনে দিল পুলিশ। রাজধানীর নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অসুস্থ হলে তার সহপাঠী ৯৯৯ নম্বরে কল করেন। কল পেয়ে ইনহেলার নিয়ে হাজির হয় শাহবাগ থানা পুলিশ। 

রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় জরুরি সেবা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই শিক্ষার্থী জানান, করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তারা কয়েকজন ছাত্রী দক্ষিণ নীলক্ষেত বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার একটি ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকেন। সেখানে তার এক সহপাঠী ছাত্রী ঠান্ডা ও এলার্জির কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার সহপাঠীর শ্বাসকষ্ট হচ্ছে, দ্রুত তাকে নেবুলাইজার বা ইনহেলার দেওয়া দরকার। কিন্তু সেগুলো কিনে আনার মতো কোনো মানুষ সেখানে নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জানান, গভীর রাতে তিনি নিজে বের হয়ে ওষুধ কিনে আনার সাহস করতে পারছেন না। কারণ গভীর রাতে ঢাকা মেডিকেল এলাকা ছাড়া অন্য এলাকায় ওষুধের দোকানগুলো বন্ধ থাকতে পারে। এ সময় তিনি জাতীয় জরুরি সেবা সেলের কর্মকর্তাদের কাছে অনুরোধ জানান পুলিশের মাধ্যমে তার সহপাঠীর জন্য ইনহেলার কিনে পাঠানোর জন্য।

পরে ৯৯৯ থেকে বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়। সংবাদ পেয়ে শাহবাগ থানার একটি দল ঢাকা মেডিকেল কলেজ এলাকার ওষুধের দোকান থেকে অসুস্থ ছাত্রীর জন্য ইনহেলার কিনে নিয়ে যান।

এ বিষয়ে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম জানান, ওষুধ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকা গেলেও তিনি টহল গাড়িটি নিয়ে প্রবেশ করতে পারেননি। পরে তিনি প্রায় আধা কিলোমিটার হেঁটে অসুস্থ ছাত্রীর বাসা খুঁজে বের করে ইনহেলার পৌঁছে দেন।

Bootstrap Image Preview