Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গণউপদ্রবের অভিযোগে ৮ কিশোর আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৫৪ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৫৪ PM

bdmorning Image Preview


রাজধানীর ফরিদাবাদ গ্ল্যাস ফ্যাক্টরি একতা হাউজিং এলাকা থেকে ৮ কিশোরকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, রবিবার (৭ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ ৮ কিশোরকে আটক করে। গণউপদ্রবের অভিযোগে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মুচলেকা গ্রহণ করে শর্ত সাপেক্ষে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে একজন সচেতন নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

Bootstrap Image Preview