Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফিলিস্তিনে বঙ্গবন্ধুর নামে সড়ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫৫ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫৫ PM

bdmorning Image Preview
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফাইল ছবি


ফিলিস্তিনের হেবরন শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী নুরি আল মালিকি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণাংশে অবস্থিত হেবরন শহর।

প্রাচীন এ শহরটির একটি সড়কের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধুর নামে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘ফিলিস্তিনের এই উদ্যোগকে স্বাগত জানাই। বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণের উদ্যোগ বাস্তবায়ন করায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’

২০১৯ সালের ২৬ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়কের নামকরণের সিদ্ধান্ত বাংলাদেশকে জানিয়েছিল ফিলিস্তিন সরকার। সে সময় আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি এ কথা জানিয়েছিলেন। রাস্তাটির নামফলক উন্মোচন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ফিলিস্তিন সফরেরও তখন আমন্ত্রণ জানানো হয়েছিল

Bootstrap Image Preview