Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জোড়া শিকারে দিন শুরু করলেন রাহি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২১, ১১:৪৭ AM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২১, ১১:৪৭ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


ঢাকা টেস্ট ম্যাচের চতুর্থ দিনের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। আগেরদিন তিনটি উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ সকালের সেশনে এরই মধ্যে দুইটি উইকেট শিকার করেছে পেসার আবু জায়েদ রাহি।

গতকাল দিন শেষে অপরাজিত থাকা ব্যাটসম্যান জোমেল ওয়ারিকানকে পঞ্চম ওভারে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন রাহি। এরপর দলীয় ৬২ রানে কাইল মায়ার্সও রাহির বলে এলবিডব্লিউ হয়েছেন।

গত বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ।

প্রথমদিন টস জিতে ব্যাট করতে নামে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে তারা ৪০৯ রান করে অলআউট হয়। পরে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ২৯৬ রান করে।

Bootstrap Image Preview