Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

করোনার টিকা নিয়েছেন চঞ্চল চৌধুরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ১০:২৭ AM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ১০:২৭ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


করোনা ভাইরাসের টিকা নিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নিজে টিকা নেওয়ার পর অন্যদেরও টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে এই অভিনেতা টিকা নেন। তিনি টিকা নেওয়ার ছবি প্রকাশ করে বিষয়টি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন।

চঞ্চল চৌধুরী সামাজিক মাধ্যম ফেসবুকে লেখেন, ‘হাসি মুখে করোনা ভ্যাকসিন গ্রহণ..ভ্যাকসিন (টিকা) নিন, সুরক্ষিত থাকুন। সবার জন্য ভালোবাসা’।

অন্যদিকে একই দিন সকালে টিক নিয়েছেন উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা ও চিত্রনায়ক আলমগীরসহ তাদের পরিবারের মোট ৯ সদস্য। এই তারকা দম্পতি টিকা নেওয়ার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Bootstrap Image Preview