Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

করোনার টিকা নিলেন বঙ্গবন্ধুর চাচাতো ভাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৪০ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৪০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


করোনাভাইরাসের টিকা নিলেন জাতির জনক পরিবারের সদস্য ও বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ কবির হোসেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় টিকাদান কেন্দ্রে টিকা নেন ৭৯ বছর বয়সী শেখ কবির। এরপর তার স্ত্রী মাসুদা কবিরসহ পরিবারের ২৪ জন সদস্য টিকা গ্রহণ করেন

তিনি বলেন, 'টিকা নিতে ১১ মাস ২ দিন পর ঘর থেকে বের হলাম। টিকা নেওয়ার সুই দেখে ভয় পেতাম, কিন্তু টিকা নিয়ে তেমন কিছু মনে হয়নি। এখন বরং মনে হচ্ছে আরও আগেই টিকা নেওয়া দরকার ছিল। সবারই টিকা নেওয়া উচিত, বিশেষ করে বয়স্কদের।'

টিকা নিতে প্রধানমন্ত্রী তাগাদা দিয়েছিলেন  জানিয়ে বঙ্গবন্ধুর চাচাতো ভাই বলেন, টিকা নিইনি বলে প্রধানমন্ত্রী কিছুটা মনোক্ষুণ্ন হন। তিনি কিছুটা রাগও করলেন।

প্রধানমন্ত্রী বললেন, 'কেন নেন নাই! শিগগিরই ভ্যাকসিন নেন। আপনার বয়স তো অনেক বেশি। তাড়াতাড়ি নেন।'

রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৯ লাখ ৬ হাজার ৩৩ জন। এদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ জন এবং নারী ২ লাখ ৭৯ হাজার ৫৬৪ জন।

Bootstrap Image Preview