Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২১ মে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:০৫ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:০৫ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হবে ২১ মে।  

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটির সভায় এ প্রস্তাবনা দেওয়া হয়, যা বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভর্তি কমিটির সভায় চূড়ান্ত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভর্তি পরীক্ষা শুরু হবে ক ইউনিট দিয়ে। যা ২১ মে সকাল ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। খ ইউনিটের পরীক্ষা হবে ২২ মে। গ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, ঘ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও চ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। সব পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে একজন ডিন বলেন, তারিখ আমার মনে নেই। তবে সভায় ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এসব সিদ্ধান্ত ভর্তি কমিটি থেকে জানানো হবে। তবে ভর্তির তারিখ নির্ধারিত হয়েছে বলে তিনি জানান।

Bootstrap Image Preview