Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তির আগে শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হবে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২১, ০৭:০৪ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০২১, ০৭:০৪ PM

bdmorning Image Preview


দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের ভর্তির আগে ডোপ টেস্ট ব্যবস্থা চালু করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

মন্ত্রী বলেন, সরকারি যেকোনো চাকরিতে নিয়োগের আগে ডোপ টেস্ট করা হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের ভর্তির আগে ডোপ টেস্ট পদ্ধতি চালু করা হবে। দেশকে মাদকমুক্ত করার জন্য তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাদক সেবী, মাদক বিক্রেতা এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের চিহ্নত করে দমন করার ব্যবস্থা নেওয়া হবে।

মোজাম্মেল হক আরও বলেন, ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ডোপ টেস্ট সিস্টেম চালু হয়েছে। সেখানে যারা মাদকাসক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখনও যাদের সন্দেহ হচ্ছে তাদেরকে ডোপ টেস্ট করা হচ্ছে।

Bootstrap Image Preview