Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাজারে ৩৫০ সিসির নতুন মোটরসাইকেল আনল হোন্ডা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫৩ AM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫৩ AM

bdmorning Image Preview


মোটরসাইকেলের জগতে বেশ নামকরা ব্রান্ড হোন্ডা। এবার তারা মধ্যবিত্ত ক্রেতাদের আরও গতিশীল করতে আনলো ৩৫০ সিসির নতুন একটি মডেল। নতুন এই মডেলের নাম হাইনেস সিবি ৩৫০ আর এস। ভারতে এই বাইকটির মূল্য আনুমানিক ১ লাখ ৯৬ হাজার রুপি। 
 
হোন্ডা হাইনেস সিবি ৩৫০ মডেলটি বেস করে ডিজাইন করা হয়েছে হাইনেস সিবি ৩৫০ আরএস। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই শোরুমে পাওয়া যাবে বাইকটি। হোন্ডার নতুন এই বাইকে থাকছে দু রঙে তেলের ট্যাঙ্ক। সঙ্গে গোল এলইডি হেড লাইট। লং ড্রাইভের জন্য এই বাইক আদর্শ দাবি হোন্ডার।



এর পেছনের দিকে রয়েছে এলইডি লাইট। ব্লক প্যাটার্ন টায়ার রয়েছে বাইকে। এর সঙ্গে থাকছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট, ডুয়াল চ্যানেলি এবিএস এবং হোন্ডার নিজস্ব টর্ক কন্ট্রোল টেকনোলজি।

৩৪৮ সিসির এই বাইকে ২০.৮ হর্সপাওয়ার পাওয়া যাবে। টর্ক মিলবে ৩০ নিউটন মিটার।

Bootstrap Image Preview