Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সামরিক বিমান বিধ্বস্তে নাইজেরিয়ায় নিহত ৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২১, ১১:৫৪ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০২১, ১১:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে ৭ নিহত হয়েছেন।

 রবিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানী আবুজার কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে কর্মকর্তারা বলছেন, বিমানের পাইলট ইঞ্জিন বিকল হওয়ার কথা জানিয়েছিলেন।

এক বিবৃতিতে মুখপাত্র ইবিকুনলে দারামোলা জানান, নাইজেরিয়ার পার্শ্ববর্তী দেশ নাইজারের রাজধানী ‘মিনায় যাওয়ার পথে ইঞ্জিন বিকলের কথা জানিয়ে আবুজা বিমানবন্দরে ফেরার সময় বিচক্র্যাফট কিংএয়ার বি৩৫০ বিমানটি বিধ্বস্ত হয়।’ মিনার অবস্থান আবুজা থেকে ১১০ কিলোমিটার উত্তরপশ্চিমে।

দারামোলা বলেন, ‘দুঃখজনকভাবে বিমানে থাকা সাতজনের সকলেই নিহত হয়েছেন।’ নাইজেরিয়ার বিমান পরিবহনমন্ত্রী সিরিকা হাদিও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview