Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বামীর সঙ্গে সাঁই পল্লবীর প্রেম, মুখ খুললেন সামান্থা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ১১:১৭ AM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ১১:১৭ AM

bdmorning Image Preview


সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। আরেক জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যর স্ত্রী হিসেবে নয়, বরং নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন সামান্থা।

কয়েকদিন আগে নাগা চৈতন্য ও সাঁই পল্লবী অভিনীত ‘লাভ স্টোরি’ সিনেমার ‘নী চিত্রাম চুসি’ নামে একটি রোমান্টিক সংখ্যা প্রকাশ করেছেন নির্মাতা। গানটি ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। সামান্থা তার স্বামীর অভিনীত এই গানের কিছু স্থিরচিত্র ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।

শেয়ার করা স্টোরির ক্যাপশনে সামান্থা লিখেছেন, ‘আমি কেন ইতিমধ্যে এই সিনেমাটি পছন্দ করি?’

‘ফিদা’র পর এই ছবিটি শেখর কামমুলার সঙ্গে সাঁই পল্লবীর পুনঃর্মিলন ঘটিয়েছে। শুধু তাই নয়, এই ছবিতে চৈতন্য ও পল্লবী জুটির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এদিকে সামান্থা বর্তমানে তার নতুন ছবি ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

প্রসঙ্গত, রোমান্টিক ঘরানার ‘লাভ স্টোরি’ ছবিতে তেলেঙ্গানার গ্রামীণ অঞ্চল থেকে হায়দরাবাদে আগত এক তরুণ দম্পতি রেভানথ এবং মৌনিকার গল্প বর্ণনা করবে। এতে রেভানথের ভূমিকায় নাগা চৈতন্যকে ফিটনেস সেন্টার চালাতে দেখা যাবে। অন্যদিকে সাঁই পল্লবীর চরিত্রটি সফটওয়্যার পেশার সঙ্গে এক নারীর।

Bootstrap Image Preview