Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমার বউয়ের বিরুদ্ধে কথা বললে আইনগত ব্যবস্থা নেব : নাসির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২১, ০৬:০৩ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০২১, ০৬:০৩ PM

bdmorning Image Preview


সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোথাও কোনো ব্যক্তি ‘বাজে’ মন্তব্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। তিনি বলেন, আপনাদের সবারই মা-বোন আছে। ওর (তামিমা) কি সুখে থাকার কোনো অধিকার নেই?

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সস্ত্রীক এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন নাসির। জাতীয় দলের এই অলরাউন্ডার বলেন, সে তো এখন আমার স্ত্রী। আমার স্ত্রীর বিরুদ্ধে রাকিব সাহেব (তামিমার সাবেক স্বামী) বা যে কেউ বাজে কথা বললে আইনি ব্যবস্থা নেব।

গণমাধ্যমের প্রতি ইঙ্গিত করে নাসির বলেন, সত্যটা জেনে আপনারা নিউজ করুন। সঠিক তথ্যটা সবার সামনে তুলে ধরুন।

রাকিবের উদ্দেশে তিনি বলেন, এত নাটক করার কিছু নেই। সোশ্যাল মিডিয়ায় এসে এত কথা বলার তো কিছু নেই।

এসময় তামিমা সুলতানা বলেন, ‘আমি আমার সাবেক স্বামী রাকিবকে তালাক দিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছি। ২০১৬ সালে আমি তালাকের জন্য আবেদন করি। ২০১৭ সালে সেটি মঞ্জুর হয়। আমাদের বিয়ে হয়েছিল এবং একটি কন্যা সন্তান আছে এই বিষয় ছাড়া রাকিব যা বলেছে তার সবই মিথ্যা।’

নাসির হোসেন বলেন, ‘আমি সবকিছু জেনেশুনেই তামিমাকে বিয়ে করেছি। আমরা নিয়মের বাইরে কিছু করি নাই। রাকিব সাহেব যা করছেন এগুলো আমাদের জন্য বিব্রতকর। আমাদের দুজনেরই পরিবার আছে। পরিবারের সবার মান সম্মান আছে। আপনাদের সবার কাছে আমার আবেদন, দয়া করে আমাকে ও তামিমাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না।’

তিনি আরো বলেন, ‘তামিম এখন তামিমা হোসেন। সে আমার স্ত্রী। তার বিরুদ্ধে যদি কিছু করা হয় তাহলে অবশ্যই আমি তা প্রতিহত করব। রাকিব সাহেব মামলা করেছেন। আমরা আইনি প্রক্রিয়ায় এর সমাধান করব।’

Bootstrap Image Preview