Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খোলা শরীরে বিকিনি পরে আগুন জ্বালালেন আনুশকা শর্মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৭:১৩ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৭:১৩ PM

bdmorning Image Preview


আনুশকা শর্মা বেশ কিছু দিন বড় পর্দায় আসেননি। অবশ্য প্রযোজক রূপে কাজ করেছেন তিনি। তবে পর্দায় না আসার আরও একটি কারণ হল সম্প্রতি মা হয়েছেন তিনি। জন্ম নিয়েছে তার এবং বিরাট কোহলির কন্যাসন্তান ভামিকা । দুজনের নামের আদ্যক্ষর মিলিয়েই এই নাম বেছে নিয়েছেন কোহলি দম্পতি। অনেক চেষ্টাতেও নবজাতকের এতটুকু নাগাল পায়নি মিডিয়া। আনুশকা আর বিরাট চান না যে তাদের সন্তান ছোট থেকেই মিডিয়া অ্যাটেনশন পেয়ে বড় হোক। বরং আর পাঁচটা সাধারণ ছেলেমেয়ের মতোই তার বেড়ে ওঠা হোক, এটাই চান তারা। কিছু দিন আগেই ভোগ পত্রিকার কিছু পুরনো ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় এসেছে। দুষ্টু-মিষ্টি অনুষ্কার এ হেন আগুন ঝরানো ছবি থেকে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা!

হাই ওয়েস্ট ফ্লোরাল শর্টস আর আসমানি টপে দারুণ লাগছে অনুষ্কাকে। তবে এই ছবিতে তার ইউএসপি হল মাছ ধরার জালের মতো ট্রাউজার। জুলাই মাসে ভোগ ইন্ডিয়ার জন্য এই ফটোশুট করেছিলেন নায়িকা। গরমকালের উষ্ণতা আরও বাড়িয়ে দিয়ে যেন হাতছানি দিচ্ছেন অনুষ্কা।

এই ফটোশুট হয়েছিল ভারতে লকডাউন শুরু হওয়ার কিছু দিন আগে। আনুশকার  চেহারায় এই হলুদ কালোর যুগলবন্দী বেশ ভালো লাগছে। তার প্রতিটি ছবিতে রয়েছে এক রকমের পজিটিভ ভাইভ।

বিশেষ করে যারা বেড়াতে ভালোবাসেন, তাদের এই সব ছবি দেখলেই বেড়াতে যেতে ইচ্ছে করবে কোনও অজানা জায়গায়। একজন নায়িকা যখনই ফটোশ্যুট করেন তখন কিছুটা হলেও গ্ল্যামারের ঝলকানি থাকে। বিপরীতে হেঁটে অনুষ্কার এই ফটোশ্যুট অনেক স্নিগ্ধ।

ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদে কালো হারমিস সুইমস্যুট আর কালো শিয়ার শার্ট পরে জলপরীর মতো এই ছবি তুলেছেন নায়িকা। জলপরী না কি মৎস্যকন্যা?  মাল্টিপল রিসর্ট ওয়্যার সেই সিজনের বৈশিষ্ট্য ছিল। জ্যাকেটের মাধ্যমে পরিবেশ নিয়ে কিছু বার্তাও দেওয়া হয়েছে। প্রিন্টেড বিচ ওয়্যারে আকর্ষণীয় লাগছে অনুষ্কাকে। তবে উপকূল ছাপিয়ে গিয়েছে তার মনভোলানো হাসি।

• সাদা কালো ছবিতে একটা রেট্রো ফিল দেওয়া হয়েছে। ভোগের সঙ্গে আনুশকা প্রি-প্রেগনেন্সি শ্যুটও চমৎকার ছিল।

Bootstrap Image Preview