Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রানী মুখার্জীর কারণে টিকে আছে সাইফ-কারিনার সংসার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৩৪ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৩৬ PM

bdmorning Image Preview


বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। বিয়ের পর খুব সুখেই রয়েছেন তারা। সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন নায়িকা। তবে কারিনার সঙ্গে ডেটে যাওয়ার আগে বন্ধু রানী মুখার্জীর পরামর্শ চেয়েছিলেন সাইফ আলি খান। তবে এখন পর্যন্ত এ অভিনেত্রীর সঙ্গে সংসার টিকে আছে রানীর পরামর্শের কারণে, এ কথা স্বীকার করেছেন সাইফ।

সাইফ আলি খান বলেন, কারিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে তিনি চিন্তায় ছিলেন। কারণ কারিনা তখন বলিউডে দাপিয়ে অভিনয় করছেন। খুব ব্যস্ততম অভিনেত্রী। এমন ব্যস্ত অভিনেত্রীর সাথে আগে কখনও ডেট করেননি তিনি। সম্পর্ক যদি এগিয়ে যায় তাহলে ভবিষ্যতে কোন সমস্যা হবে কি না সে ব্যাপারেই ভয় পেয়েছিলেন এ অভিনেতা। তখন সিদ্ধান্ত নিতে সাহায্য করেন রানী।

সাইফের কথায়, রানী বলেছিল, ‘সবসময় ভাববে তোমার সম্পর্ক একজন পুরুষের সঙ্গে’। আসলে কারিনাকে আমার সমকক্ষ ভাবতে বলেছিল রানী।

স্ত্রী কারিনা কাপুরের রেডিও অনুষ্ঠান, ‘হোয়াট উওমেন ওয়ান্ট’ এর একটি পর্বে পুরনো স্মৃতি মনে করেছেন সাইফ আলি খান। যা শুনে কারিনার প্রতিক্রিয়া ছিল ‘বেশ ভালো পরামর্শ দিয়েছিল তো! আমার মতে, সব ছেলেরই ব্যাপারটা মেনে চলা দরকার’।

সে সময় সাইফ নিজেও স্বীকার করেছেন, রানীর কথা এখনও কাজে লাগে তার। রানী তাকে বুঝিয়েছিলেন, ’বাড়িতে দু’জন হিরো আছে ভাববে। দু’জন কর্মরত দায়িত্ববোধ সম্পন্ন মানুষ। তাহলেই কোন সমস্যা হবে না।‘

Bootstrap Image Preview