Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কেন্দ্রে হইচই, তিন কাউন্সিলর প্রার্থী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১২:১৪ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১২:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে কেন্দ্রের ভেতরে ঢুকে হইচই করার অভিযোগে তিন কাউন্সিলর প্রার্থী ও এক ভোটারকে আটক করা হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন।

আটকরা হলেন, ৮ নম্বর ওয়ার্ডের ‘ঢেড়শ’ প্রতীকের কাউন্সিলর প্রার্থী খাইরুল ইসলাম মানিক, ‘গাজর’ প্রতীকের আব্দুল খালেক, ‘উটপাখি’ প্রতীকের রফিকুল আলম ফারুক এবং ভোটার মোহাম্মদ আরজু।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন বলেন, সকাল থেকেই আটক তিন কাউন্সিলর প্রার্থী কেন্দ্রে গিয়ে ভোটারদের সাথে হইচই শুরু করেন। একাধিকবার তাদের সতর্ক করা হলেও তা না মানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের আটক করা হয়। ভোটগ্রহণ শেষ হলে তাদের ছেড়ে দেয়া হবে।

Bootstrap Image Preview