Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হুবহু দেখতে ঐশ্বরিয়ার মতো কে এই মেয়ে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২১, ০১:৩২ PM
আপডেট: ০১ মার্চ ২০২১, ০১:৩২ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


টিকটকের কল্যাণে ভাইরাল হয়েছেন পাকিস্তানের তরুণী আমনা ইমরান। তার চোখ, মুখ, হাসি সবই হুবহু বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের মতো। প্রথম দৃষ্টিতে যে কেউই ভাববেন আমনাই হলেন ঐশ্বরিয়া। নেটাগরিকরা দাবি করছেন, অ্যাশের জমজ বোনই যেন তিনি!

আজকাল নেটমাধ্যমে এক চেহারার দু’টি মানুষকে খুঁজে পেতে খুব একটা কসরত করতে হয় না। প্রায়ই শোনা যায় বিভিন্ন তারকার চেহারার মতো দেখতে অনেকের নাম। নতুন এই ঐশ্বরিয়ার পাকিস্তানে বসবাস করেন। আমনা একজন ‘বিউটি ব্লগার’। তার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়।

মিশ্র প্রতিক্রিয়ায় ভর্তি হয়ে গেছে আমনার ছবিগুলোর কমেন্ট বক্স। কেউ কেউ আমনার দিকে কুমন্তব্যও ছুঁড়ে দিচ্ছেন। দাবি জানাচ্ছেন, ঐশ্বরিয়াকে নকল করার চেষ্টা করছেন তিনি। কেউ আবার তাকে ঐশ্বরিয়ার চাইতেও সুন্দর বলছেন।

শুধু ঐশ্বরিয়া নয়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই তার মতো দেখতে এক যুবকের খোঁজ পেয়েছিলেন নেটাগরিকরা। যার নাম সচিন তিওয়ারি। এছাড়াও শাহরুখ, সালমান খানদের মতো দেখতে লোকের সন্ধানও মিলেছে।

Bootstrap Image Preview