Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফের ঝড় তুললেন মিথিলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২১, ০১:৫৩ PM
আপডেট: ০১ মার্চ ২০২১, ০১:৫৩ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


মডেল-অভিনেত্রী মিথিলা সাহসী ছবি পোস্ট করার ক্ষেত্রে কোন সময়ই পিছপা হন না। তার সাম্প্রতিকতম ফটোশুট রীতিমতো তাক লাগাচ্ছে। এবার পিঠ খোলা পোশাকে ঝড় তুললেন মিথিলা।

সাদা কালোয় মিথিলার এই ফটোশুট মনে করাচ্ছে মেরিলিন মনরোকে। খ্যাতিমান এই হলিউড নায়িকার উদ্ধৃতি মনে করিয়ে মিথিলার ঘোষণা, ভয় পাওয়া হলো বোকামি, আর অনুশোচনাও।

সম্প্রতি কালো গাউনে একগুচ্ছ ফটো আপলোড করেছেন মিথিলা। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় মিথিলা। কালো লেয়ার্ড গাউনে মিথিলার মোহময়ী রূপে ঘায়েল লাখো পুরুষ হৃদয়।

আনমোনা মিথিলার চাহনি থেকে পুরুষ হৃদয়ের ধুকপুকানি বেড়েছে কয়েকগুণ। আলো আঁধারি ফটোশুট মিথিলার বিশেষ পছন্দের। অন্ধকারে নিজেকে নিয়ে কৌতুহল আরও বাড়িয়ে দেন মিথিলা। কটাক্ষের মুখেও পড়তে হয় এসব ছবি পোস্ট করে। তবে ট্রলারদের তিনি পাত্তা দেন না।

আপন খেয়ালেই চলতে পছন্দ অভিনেত্রীর। কে কী বলছে তাতে কিছুই যায় আসে না তার।

Bootstrap Image Preview