Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিকিনি পরে সমুদ্রে উষ্ণতা ছড়াচ্ছেন কাজলের বোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২১, ০৮:২৭ PM
আপডেট: ০৪ মার্চ ২০২১, ০৮:২৭ PM

bdmorning Image Preview


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখার্জি খোলামেলা পোশাকে সৈকতে উষ্ণতা ছড়িয়ে খবরের শিরোনাম হলেন। তাকে ঘিরে মেতে উঠেছে নেটাগরিকরা।

তানিশা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, মালদ্বীপে নীল জলের বুকে ভাসমান প্রমোদতরী। তাতে বিকিনি পরে বসে আছেন হাস্যোজ্জ্বল তানিশা।

তানিশা তার ছবির ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের কাছে ফেরা। সমুদ্র যেন নতুন করে উজ্জীবিত করে তোলে। সমুদ্রের পাড়ে দিন শুরু করা ও ঢেউয়ের শব্দ শোনার থেকে স্নিগ্ধ আর কী হতে পারে! আমার কাছে এটা ধ্যানের মতো।’

অন্যদিকে আরেকটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তানিশা। এতে তাকে যোগাসন করতে দেখা যায়। এ ভিডিওটি এখন অন্তর্জালে ভাইরাল।

প্রসঙ্গত, ২০০৩ সালে ‘শশশ…’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন তানিশা মুখার্জি। পরের বছর ‘পপকর্ন খাও! মাস্ত হো যাও’ সিনেমায় অভিনয় করেন তিনি। কিন্তু খুব বেশি সাফল্য না পাওয়ায় সময়ের সঙ্গে বলিউড থেকে দূরে সরে যান এই অভিনেত্রী।

Bootstrap Image Preview