Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিজেপির মঞ্চে হাজির হবেন তৃণমূলের সাবেক সাংসদ মিঠুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২১, ০৭:৪৭ PM
আপডেট: ০৬ মার্চ ২০২১, ০৭:৪৭ PM

bdmorning Image Preview


ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী অনেক আগেই রাজনীতিতে নাম লিখিয়েছেন। তিনি তৃণমূলের সাবেক রাজ্যসভার সাংসদ। তবে আগামী রোববার (৭ মার্চ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মঞ্চে দেখা যেতে পারে মিঠুন চক্রবর্তীকে। তাহলে কি এবার বিজেপিতে যোগদান করবেন এই অভিনেতা?

বিজেপি সূত্রে জানা গেছে, দুপুর দুটো নাগাদ ব্রিগেড মঞ্চে এসে পৌঁছাবেন নরেন্দ্র মোদি। তার কিছুটা আগেই মঞ্চে উঠবেন মিঠুন চক্রবর্তী। পুরো সময়টাই মঞ্চে থাকবেন তিনি। শুধু মিঠুন চক্রবর্তী নন, আরও বেশ কিছু উল্লেখযোগ্য মুখকে সেই মঞ্চে দেখা যাবে।

তবে বিধানসভা ভোটে মিঠুন চক্রবর্তী বিজেপির প্রার্থী হবেন নাকি দলের হয়ে শুধু প্রচারণা চালাবেন তা এখনও স্পষ্ট নয়। কিন্তু গত ১৬ ফেব্রুয়ারি আরএসএসের প্রধান মোহন ভাগবত মুম্বাই বাংলোয় এসে মিঠুনের সঙ্গে দেখা করার কয়েকদিন পরই জানা যায় মোদির সঙ্গে মঞ্চে থাকবেন এই অভিনেতা।

সূত্র: এনডিটিভি

Bootstrap Image Preview