Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন ফরাসি ধনকুবের এমপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ০১:২২ PM
আপডেট: ০৮ মার্চ ২০২১, ০১:২২ PM

bdmorning Image Preview


ফ্রান্সের ধনকুবের এমপি অলিভিয়ের ডাসাল্ট দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন। দেশটির নরম্যান্ডি এলাকায় রোববার (৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। অবকাশ যাপনের জন্য ওই এলাকায় তার একটি বাড়ি রয়েছে।

হেলিকপ্টারটিতে তিনি ও পাইলট ছাড়া আর কেউ ছিলেন না। ব্যক্তিগত ল্যান্ডিং স্টেশন থেকে উড়াল দেয়ার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়েন তারা।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ডাসাল্টের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ‘এ মৃত্যু দেশের জন্য বড় ক্ষতি।’

ফোর্বসের তথ্য অনুযায়ী, বিশ্বের ধনীদের তালিকার ৩৬১ নম্বরে থাকা এই ফরাসি এমপি প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক ছিলেন।

ডাসাল্টের বাবা সার্জ ডাসাল্ট ছিলেন ফ্রান্সের বিখ্যাত শিল্পপতি। তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানই বহুল পরিচিত রাফাল যুদ্ধবিমানের প্রস্তুতকারক। লে ফিগারো নামের একটি পত্রিকারও মালিক তাদের পরিবার। ২০০২ সালে উত্তরাঞ্চলীয় এলাকা ওইসি থেকে ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হন অলিভিয়ের রাফাল।

Bootstrap Image Preview