Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গুরুত্বপূর্ণ অপারেশন করতে করতেই আদালতে হাজিরা দিলেন ডাক্তার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ০১:৩০ PM
আপডেট: ০৮ মার্চ ২০২১, ০১:৩০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রোগীর মৃত্যু কোনো ডাক্তারেরই কাম্য নয়। প্রত্যেক ডাক্তারের কাছেই প্রাথমিক কর্তব্য যেকোন পরিস্থিতির মধ্যে নিজের রোগীর প্রাণ বাঁচানো। সব ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে থাকেন রোগীর প্রাণ বাঁচাতে। সম্প্রতি এক ডাক্তার সম্পর্কে জানা গেছে নতুন এক তথ্য। অপারেশন চলাকালীন আদালতে ভিডিও কল মারফত হাজিরা দিলেন এক চিকিৎসক। নিজের রোগীকে বাঁচানোর জন্যই তিনি এই কাজ করেছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। জানা গেছে, ট্র্যাফিক আইন ভাঙার কারণেই তাকে আদালতে হাজিরা দিতে হয়েছিল। করোনা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে বেড়েছে ডিজিটাল মাধ্যম ব্যবহারের হার। আর সে কারণেই ভিডিও কনফারেন্সের মাধ্যমেই আদালতে হাজিরা দিয়েছেন ওই চিকিৎসক।

তবে ক্যালিফোর্নিয়ার মেডিকেল বোর্ড জানিয়েছে, বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করবে তারা। ওই ডাক্তারের নাম ড. স্কট গ্রিন। আর করোনা মহামারির কারণেই তিনি ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিয়েছেন বলে জানা গেছে। অদ্ভুত হলেও এটাই সত্যি।

এছাড়া সেই সময়ে তার একটি গুরুত্বপূর্ণ অপারেশন ছিল। আর সে কারণেই অপারেশন করতে করতেই হাজিরা দেন আদালতে। অপারেশন টেবিলে নিজের বিশেষ পোশাক পরেই তিনি হাজিরা দিয়েছিলেন। এমনকি অপারেশন থিয়েটারের ভেতরে থাকা বেশ কিছু যন্ত্রপাতির আওয়াজ শোনা গিয়েছিল ওই শুনানি চলাকালীন।

যদিও প্রাথমিকভাবে বিচারক নিজেও একটু চমকে গিয়েছিলেন। কিন্তু তারপরে তিনি নিজেও কথা বলেছিলেন। যদিও ওই ডাক্তার জানিয়েছিলেন তার সঙ্গে আরও একজন সহযোগী ডাক্তার রয়েছে। ফলে ঝুঁকির কোনও সম্ভবনা নেই। কিন্তু ওই জায়গাতে তার আরও একটি অপারেশন রয়েছে। ফলে সেদিক থেকে ভয় ছিল।

সেই কারণেই ওভাবে তিনি আদালতেই শুনানিতে যোগ দিয়েছিলেন। বিষয়টি নিয়ে সেখানকার মেডিকেল কাউন্সিল গুরুত্ব দিয়ে দেখবে বলে জানিয়েছে। যেহেতু ডাক্তার হিসেবে তার কাছে প্রধান কর্তব্য রোগীর প্রাণ বাঁচানো। তাই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন সেখানকার বিচারপতি।

Bootstrap Image Preview