Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সকলের সামনে চুমু খেতে মেয়েকে সাহস জুগিয়েছেন বাবা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ০১:৫৪ PM
আপডেট: ০৮ মার্চ ২০২১, ০১:৫৪ PM

bdmorning Image Preview


মাত্র আঠারো বছর বয়সে পর্দায় হাজির হন বলিউডের খ্যাতনামা পরিচালক মহেশ ভাটের প্রথম পক্ষের মেয়ে পূজা ভাট। প্রথম ছবিতেই স্বপ্নের নায়কের সঙ্গে পর্দা শেয়ার করেন তিনি। কিন্তু সেসময় একটি দৃশ্য ক্যামেরাবন্দীর সময় বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন পূজা।

ছোট থেকে যার ছবিতে ঘর ভর্তি করে রেখেছিলেন পূজা, সেই সঞ্জয় দত্তকেই সকলের সামনে চুমু খেতে হবে। এদিকে ক্যামেরার পিছনে বসে আছেন নিজের বাবা। কি করবেন ভেবে পাচ্ছিলেন না পূজা। ভয়ে তার হাত-পা কাঁপছিলো। এমন পরিস্থিতিতে তাকে সাহায্য করেন বাবা মহেশ ভাট।

মহেশ তার মেয়েকে একপাশে ডেকে নিয়ে বলেন, পূজা যদি তুমি গোটা বিষয়টাকে অশ্লীল ভাবো তাহলে সেটি অশ্লীলভাবেই প্রতিফলিত হবে। কিন্তু এখানে একটাই জিনিস দরকার, তা হলো সারল্য। যা তোমার মধ্যে রয়েছে। সারল্যকে ব্যবহার করেই চুমু খেতে হবে তোমায়।

মহেশের মতে, সেই চুম্বন দৃশ্যে অনেকটা সারল্যের প্রয়োজন। আর তার সঙ্গে থাকবে সৌন্দর্য। যা প্রকাশ করতে পারলে দর্শকের মধ্যেও সেটাই সঞ্চারিত হবে।

সূত্র- আনন্দবাজার

Bootstrap Image Preview