Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডিভোর্সের নোটিশ পাঠিয়েও নওয়াজের কাছে ফিরতে চান স্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ০২:০৪ PM
আপডেট: ০৮ মার্চ ২০২১, ০২:০৪ PM

bdmorning Image Preview


ভারতের খ্যাতিমান অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকীকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছিলেন তার স্ত্রী আলিয়া সিদ্দিকী। এবার ডিভোর্সের নোটিশ ফিরিয়ে নিয়ে নওয়াজের কাছেই ফিরতে চাইছেন তিনি। তবে বিষয়টি নিয়ে নওয়াজ কিছুই জানাননি।

আলিয়া সাংবাদিকদের জানিয়েছেন, গেলো কয়েকমাসে তিনি বুঝেছেন নওয়াজের পরিবারের সঙ্গে ঝগড়া চালিয়ে যাওয়ার থেকে তার কাছে ফিরে যাওয়াই শ্রেয়। এমনকি নওয়াজের ভাই যার সঙ্গে আলিয়ার সবচেয়ে বেশি সমস্যা ছিল বলে তিনি অভিযোগ করেছিলেন, তার সঙ্গেও সব মিটমাট করে নেবেন। পুরো বিষয়টিতেই ইতি টেনে নওয়াজের কাছেই ফিরতে চান তিনি।

এই সিদ্ধান্তের কারণ হিসেবে আলিয়া জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তখন ১১ বছরের মেয়ে শোরা ও ৫ বছরের ছেলে ইয়ানিকে নওয়াজের কাছে পাঠিয়েছিলেন। সেই সময়ে নওয়াজ একটি ছবির শুটিং করছিলেন। তার সঙ্গে সেখানকার একটি হোটেলেই ছিলেন সন্তানরা। অভিনেতা তার সন্তানদের যেভাবে খেয়াল রেখেছেন এই সময়ে, তা দেখেই বরফ গলেছে। সব ঠিক করে নেওয়ার কথা ভাবছেন আলিয়া।

Bootstrap Image Preview