Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, আগষ্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সৌদিতে ২২ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাল ইয়েমেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ০৫:২৬ PM
আপডেট: ০৮ মার্চ ২০২১, ০৫:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইয়েমেনের সেনাবাহিনী ২২টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিশ্বের সর্ববৃহৎ তেল কোম্পানি আরামকোতে আঘাত হেনেছে।

এসব তথ্য জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি গতরাতে বলেছেন, সৌদি আরবের রাস আল-তানুরা বন্দরে আরামকো তেল কোম্পানির ওপর আঘাত হানা হয়েছে। এছাড়া আসির ও জিযানে অবস্থিত কয়েকটি সৌদি সামরিক ঘাঁটিতে চারটি ড্রোন ও সাতটি 'বদর' ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের আগ্রাসনের জবাব দেওয়াকে নিজের ন্যায্য অধিকার বলে মনে করে ইয়েমেন। সৌদি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সৌদি আরবের একটি সূত্র জানিয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। দাহারান থেকে কয়েকজন জানিয়েছেন, তারা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

Bootstrap Image Preview