Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গত দুই মাসে একদিকে করোনায় সর্বোচ্চ আক্রান্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২১, ০৮:২২ PM
আপডেট: ১০ মার্চ ২০২১, ০৮:২২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৭ জনের। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪৯৬ জনে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জনে।

গতকাল মঙ্গলবার দেশে মৃত্যুর সংখ্যা ছিল ১৩ জন এবং আক্রান্তের সংখ্যা ছিল ৯১২ জন। গত দুই মাসে দেশে করোনায় আক্রান্তের এই হার নিম্নমুখী ছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা সর্বোচ্চ হয়েছে। বুধবার (১০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ২৬৬ জন। যা নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৬ হাজার ৬১৩ জনে।

Bootstrap Image Preview