Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘আমি একটু মদ খাইছি, তাই বলে থানায় আসতি পারবো না!’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২১, ০৮:৩৫ PM
আপডেট: ১০ মার্চ ২০২১, ০৮:৩৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মাদক সেবন করে থানায় এসে আরেক মাদকসেবীর বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে ফেঁসে গেলেন আসাদুজ্জামান অভি নামে এক ব্যক্তি। গেলো মঙ্গলবার রাত দশটার দিকে কোতয়ালী থানায় এই ঘটনা ঘটেছে। আটক আসাদুজ্জামান অভি যশোর শহরতলীর বিরামপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

যশোর কোতয়ালী থানার ওসি (অপারেশন) আবু হেনা মিলন বলেন, ‘অভি নামে এক মাতাল রেলস্টেশন সুইপার কলোনি থেকে মদ খেয়ে এসে আরেক মাতালের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছিল। তার সমস্ত শরীর দিয়ে চোলাই মদের দুর্গন্ধ আসছিল। এসপি স্যার যেখানে মাদকের বিরুদ্ধে অলিখিত জেহাদ ও যুদ্ধ ঘোষণা করেছেন, সেখানে মাদক সেবন করে থানায় এসে পরিবেশ বিনষ্ট করছিল ওই লোক। এটা আইন আমলে পড়ে। এ কারণে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।’

আটক অভি বলেন, ‘আমি একটু মদ খাইছি। তাই বলে থানায় আসতি পারবো না! পুলিশ খারাপ! একজনের বিরুদ্ধে অভিযোগ করলাম আর পুলিশ আমাকেই আটক করলো।‘

Bootstrap Image Preview