Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শনিবার, আগষ্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার নিজের শ্বশুরকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন সৌদি যুবরাজের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২১, ০৮:৪৪ PM
আপডেট: ১০ মার্চ ২০২১, ০৮:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তার শ্বশুর মাশহুর বিন আব্দুল আজিজকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন। তবে ঠিক কবে থেকে তিনি গৃহবন্দী অবস্থায় রয়েছেন তা জানা যায়নি। ইরানের ফার্স বার্তা সংস্থা সৌদি আরবের একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে।

বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা সংস্থাকে না জানিয়ে আমেরিকার একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর এই নির্দেশ জারি করা হয়েছে। যুবরাজের স্ত্রী সারার বাবা মাশহুর বিন আব্দুল আজিজ, একইসঙ্গে তিনি বর্তমান রাজা সালমান বিন আব্দুল আজিজের সৎ ভাই।

উল্লেখ্য, বর্তমান রাজার চার ছোট ভাই এখনও জীবিত রয়েছেন। তারা যেকোনো সময় রাজা ও যুবরাজের জন্য হুমকি হয়ে উঠতে পারেন বলে আশঙ্কা রয়েছে।

Bootstrap Image Preview