Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমার গরিব ছেলের সঙ্গে ডেট করার অভিজ্ঞতা আছেঃ প্রভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২১, ০৯:১৫ PM
আপডেট: ১০ মার্চ ২০২১, ০৯:১৫ PM

bdmorning Image Preview


দেশীয় টেলিভিশনের পরিচিত মুখ সাদিয়া জাহান প্রভা। ইদানিং সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি আড্ডা দেন এ অভিনেত্রী। এবার প্রভা প্রেমের অভিজ্ঞাতার কথা শেয়ার করেছেন। শবনম ফারিয়ার একটি স্ট্যাটাসে প্রভা নিজের এই ডেটের কথা উল্লেখ করেন।

শবনম ফারিয়া একজনের একটি স্ট্যাটাস শেয়ার করেন যেখানে লেখা আছে, যে নারী শূন্য পকেটে পাশে থাকে সে নারী সাফল্য শেষে ** ** খাবেই খাবে! সেখানে কমেন্টে প্রভা শবনম ফারিয়াকে মেনশন করে জানতে চান, কই পাও এগুলা? জীবন থেকে নেয়া? প্রতিউওরে শবনম ফারিয়া বলেন, আমার শখ এসব স্ট্যাটাস শেয়ার করা। এরপরেই প্রভা লজ্জার ইমোজি দিয়ে মন্তব্য করেন, আমার গরিব ছেলের সঙ্গে ডেট করার অভিজ্ঞতা আছে তাই হাসি পাইছে!

নেটিজেনরা অনেকেই প্রভার এই কমেন্টে হাহা রিএ্যাক্ট দিচ্ছেন। অনেকেই ভালোবাসার ইমোজি দিচ্ছেন। কিন্তু এই কমেন্টের পর থেকেই প্রভা আবার চুপ হয়ে আছেন।

Bootstrap Image Preview