Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেশে বাড়ছে পেঁয়াজের দাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ১১:৪৪ AM
আপডেট: ১১ মার্চ ২০২১, ১১:৪৪ AM

bdmorning Image Preview


আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়তে থাকায় অস্থির দেশের তেলের বাজার। খাতুনগঞ্জে সয়াবিন ও পামওয়েলের দাম প্রতি মণে বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত। তবে আবার বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। আর রমজানের গুরুত্বপূর্ণ ছোলা, চিনি ও আদা-রসুনসহ অধিকাংশ ভোগ্যপণ্যের দাম রয়েছে স্থির। 

দীর্ঘদিন ধরে অস্থির দেশের তেলের বাজার। এক সপ্তাহের ব্যবধানে আবারো চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি মণ সয়াবিন তেল ১৫০ টাকা বেড়ে ঠেকেছে ৪ হাজার ৫০০ টাকায়। আর পামওয়েল বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ টাকায়। যা আগে ছিলো ৩ হাজার ৫৫০ টাকা। ২ থেকে ৩ টাকা বেড়ে বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১২৭-১২৯ টাকায়।

তবে রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় কিছুটা স্বস্তি বাজারে। ব্যবসায়ীরা জানিয়েছে, ছোলা মানভেদে ৫৫ থেকে ৬৫ টাকা আর মটর ডাল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকার মধ্যে।

এদিকে আদা আর রসুনের দাম পর্যায়ক্রমে কমলেও আবারো বাড়তির তালিকায় পেঁয়াজ। কয়েক দিনের ব্যবধানে ৭ টাকা পর্যন্ত বেড়েছে দেশি পেঁয়াজের দাম। আর ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।

তবে রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের মধ্যে চিনি ও ভোজ্যতেলের দাম বাড়ার সম্ভাবনার কথা জানান খাতুনগঞ্জের ব্যবসায়ীরা।

Bootstrap Image Preview