Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রবাসীরা বাংলাদেশে এসে রেডিসন হোটেলে কোয়ারেন্টিনে থাকতে পারবেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ০৪:০৯ PM
আপডেট: ১১ মার্চ ২০২১, ০৪:০৯ PM

bdmorning Image Preview


যুক্তরাজ্য ফেরত প্রবাসীদের নিজ খরচে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখতে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল নির্ধারণ করেছে সরকার। বুধবার স্বাস্থ্য সেবা বিভাগ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। 

বর্তমানে লন্ডনফেরত যাত্রীদের জন্য সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক। কোয়ারেন্টিন শেষে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার পর ফল নেগেটিভ হলে একজন যাত্রীকে আরও সাত দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। আর আর ফল পজেটিভ হলে তাকে হাসপাতালে আইসোলেশনের পাঠানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, নতুন ধরনের এই ভাইরাস দেশে কতটা ছড়িয়েছে তা বিস্তারিত জানতে কন্টাক্ট ট্রেসিং চলছে। যুক্তরাজ্য থেকে দেশে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখার ওপর জোর দিতে হবে। অন্যথায় এই ভাইরাস নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তিনি। 

Bootstrap Image Preview